কলকাতা: দীর্ঘ টানাপোড়েন, মতের অমিল, মানভঞ্জনের পরে অবশেষে মন্ত্রিত্ব ছাড়ে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার মেঘ জমেছে। এর মাঝেই ‘কাটা ঘায়ে নুনের ছিঁটে’ দিয়ে কটাক্ষের সুরে প্রাক্তন দল তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর শুভেন্দু বললেন, ‘‘দেখ তৃণমূল কেমন লাগে৷’’
বিগত কয়েক সপ্তাহে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মাটি বেশ খানিকটা আলগা হতে দেখা গেছে। সময়ে সময়ে বেসুরো হয়েছেন নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ’রা৷ আবার দল ছেড়েছেন অনেকেই। অসন্তোষের কারণ দেখিয়ে দল ছেড়েছেন তৃণমূলের একদা ‘স্তম্ভ’ শুভেন্দু অধিকারী৷ তারপর খেলায় মনোনিবেশের কারণ দেখিয়ে দল ছেড়েছেন লক্ষীরতন শুক্লা৷ শুভেন্দু পদ্ম শিবিরে নাম লেখালেও লক্ষী’র অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কিন্তু সবকিছুর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্যাগ। তাহলে কি এবার ঘাসফুলের শামিয়ানা ছেড়ে গেরুয়া শিবিরে যাবেন তিনি?
গত বুধবার চন্দননগরের একটি জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল দলকে কটাক্ষ করে ‘কর্মচারী হয়ে থাকার দল’ মন্তব্য করেন। এদিন তিনি এও বলেন, “মানুষের হয়ে কাজ করতে হলে বিজেপিতে আসতে হবে৷” তাহলে কি সেদিনই শুভেন্দু রাজীবের আসার ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন? এই প্রশ্ন সরাসরি শুভেন্দু অধিকারীকে করা হলে তিনি বলেন, “এই সিদ্ধান্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব। ও এলে দলের ভালো হবে। ভোটারদের ভালোবাসা রয়েছে রাজীবের উপর৷”
রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছাড়ার পর দিঘার একটি সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলকে বিঁধে বলেন, ‘‘আমার বেশ ভালো লাগছে। দেখ তৃণমূল কেমন লাগে৷’’ এছাড়া আবারও ভবিষ্যদ্বাণীর সুরে শুভেন্দু এদিন বলেন, “সবে তো ট্রেলার। আগে আগে দেখুন কি হয়।” এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, শেষ পর্যন্ত তৃণমূল দলে দুজনই রয়ে যাবে৷