৩৫৬ ধারা নিয়ে বিস্ফোরক ‘বেসুরো’ রাজীব, অস্বস্তিতে বিজেপি শিবির

৩৫৬ ধারা নিয়ে বিস্ফোরক ‘বেসুরো’ রাজীব, অস্বস্তিতে বিজেপি শিবির

কলকাতা: মুকুল পুত্র শুভ্রাংশুর পর এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি শাসন নিয়ে দলের অন্দরেই ভিন্ন সুর তাঁর গলায়৷ ফেসবুক পোস্টে প্রাক্তন বন মন্ত্রীর বিস্ফোরক দাবি, ‘‘অনেক সমালোচনা হল…কথায় কথায় দিল্লি ৩৫৬ ধারার জুজু দেখালে হবে না৷ এই জুজু দেখালে ভালো ভাবে নেবে না বাংলার মানুষ৷ বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারে সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকতে হবে৷ যশ ও করোনা বিধ্বস্ত বাংলার পাশে থাকা উচিত আমাদের সকলের৷’’ রাজীবের এই পোস্টে অস্বস্তিতে বিজেপি৷  

আরও পড়ুন- সরকারি কর্মীদের করোনা সংক্রান্ত বিমার টাকা বন্ধ করেছে রাজ্য, বিস্ফোরক দিলীপ

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ডোমজুড় কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি৷ এর পর অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাঁকে৷ কিন্তু আজ তাঁর যে পোস্টটি প্রকাশ্যে এসেছে, তাতে কেন্দ্রের বিরোধিতার সুর স্পষ্ট৷ কেন্দ্রীয় নেতৃত্বকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি৷ রাজীব তাঁর পোস্টে লিখেছেন, ‘৩৫৬-র জুজু দেখালে চলবে না৷’ সাধারণত যে কথা শোনা যায় তৃণমূলের মুখে৷ সেই কথা উঠে এসেছে বিজেপি নেতার গলায়৷ এটা যে বাংলার মানুষ ভালো চোখে নেবে না, সে কথাও উল্লেখ করেছেন তিনি৷ 

এর আগে শুভ্রাংশ, সব্যসাচী দত্ত আর এবার রাজীব৷ একই সুর শোনা যাচ্ছে দলত্যাগী বিজেপি নেতাদের গলায়৷ যে ৩৫৬ ধারার কথা তুলে ধরেছেন রাজীব, বিজেপি’র কাছে সেটাই অস্ত্র৷ এমনকী রাজ্যপালও বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন৷ যা নিয়ে বিরোধিতা কার্যত নিজের দলের শীর্ষ নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া৷ অনেকই বলছেন, এই ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি তাঁর প্রচ্ছন্ন সমর্থনই প্রকাশ পেয়েছে৷  তাঁর সাফ কথা, কথায় কথায় দিল্লি দিল্লি করার বিষয়টি মানুষ ভালো ভাবে নেবে না৷  

উল্লেখ্য, আজ হেস্টিংসে বিজেপি’র বৈঠকেও গড়হাজির ছিলেন রাজীব৷ অনুপস্থিত ছিলেন মুকুল রায়৷ যাঁকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনীতিতে জল্পনার পারদ তুঙ্গে৷ সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট তর্জনী তুলল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই৷  কিছু দিন আগে আত্মসমালোচনার কথা বলেছিলেন শুভ্রাংশু৷ আজ তাঁরই প্রতিধ্বনি শোনা গেল রাজীবের পোস্টে৷  আজ রাজীব যে ফেসবুক বার্তা দিলেন তাতে কার্যত বিজেপি’র সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে বলেই ওয়াকিবহাল মহলের অভিমত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =