কলকাতা: ঘাসফুল শিবির ছেড়ে ফের পদ্ম শিবিরে যোগদানের জল্পনায় ফের দুই হেভিওয়েট নেতার নাম। এবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল যোগ দিতে চলেছেন বিজেপিতে, এমনটাই জানা গেছে সূত্র মারফৎ। আগামী রবিবার অমিত শাহর সভায় বিজেপির ঝান্ডা হাতে নিতে পারেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল।
বেশ কিছুদিন আগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূল নেত্রী বৈশালী ডালমিয়া। আর তারপরেই তিনি বিজেপিতে যোগদান করার ইঙ্গিত দিয়েছিলেন। তারপরেই শুরু আবার ‘বেসুরো’ হতে শুরু করেন তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। আবার তার নাম ও ছবি দেওয়া একাধিক পোস্টার এবার দেখা গেল হুগলি জেলার কোন্নগর এলাকায়। তাও আবার এসব পোস্টার দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রমিক মেলা’র পোস্টারের ঠিক পাশেই।
গত ২৬ জানুয়ারি একটি সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে ‘বেসুরো’ মন্তব্য করেন প্রবীর ঘোষাল। ঠিক তারপরেই তৃণমূল কোর কমিটির সদস্যপদ ও জেলা মুখপাত্রের পদ থেকে দেন ইস্তফা। তারপর আবার পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত। এসবের পর দল থেকে তাকে শোকজ করা হলে জবাবে তিনি বলেন যে দলে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এবার জল্পনা তার বিজেপিতে যোগদানের। তাহলে কি তৃণমূলের আশঙ্কাই সত্যি হওয়ার পথে? এই প্রসঙ্গে অবশ্য তৃণমূলের শীর্ষকর্তারা এখনো মুখ খোলেন নি। তবে ইঙ্গিত স্পষ্ট যে আগামী রবিবার অমত শাহ’র হাত থেকে গেরুয়া ঝান্ডা হাতে নিতে পারেন বৈশালী ডালমিয়া ও প্রবীর ঘোষাল।
বিজেপিতে যোগদানের জল্পনার মাঝে আজ সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠক করলেন সদ্য পদত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল৷ মধ্য কলকাতার প্রায় ১ ঘণ্টা ধরে চলে গোপন বৈঠক৷ বৈঠকে কী আলোচনা হয়েছে, তা অবশ্য গোপনেই থেকে গিয়েছে৷ সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি বিজেপিতে যোগ দিতে চলেছেন তাঁরা৷