CBI-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার

কলকাতা: সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর ওই আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট৷ আদালত সূত্রে খবর, পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদন জানিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷ সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পুলিশ কমিশনার

CBI-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার

কলকাতা: সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর ওই আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট৷

আদালত সূত্রে খবর, পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদন জানিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷ সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতার অভিযোগ তোলা হয়েছে৷

সিবিআই আধিকারিকদের আটক করার ঘটনায় রাজ্যের বেশ কয়েকজন আইপিএস অফিসারের দিকে রুলবুক ভাঙার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এদিনি সুপ্রিম কোর্টে শুনানি হয়, সেখানে সিবিআইয়ের তরফে আইনজীবী তুষার মেহতা জানান, যত দ্রুত সম্ভব রাজীব কুমারকে জেরার জন্য সিজিওকমপ্লেক্সে আনা হোক। চিটফান্ড কাণ্ডে অসহোযোগিতা করছেন সিপি।

সিবিআইয়ের আশঙ্কা বৈদ্যুতিন প্রমাণ লোপাট করা হতে পারে, সারদা মামলা নথি নষ্টকরতে চাইবে রাজ্য। সেসব আটকাতেই দ্রুত মামলার নিষ্পত্তির আরজি জানানো হয়েছে। রাজীব কুমারের বাড়িতে হানা দেওয়ার ঘটনায় সিবিআই কর্তাদের কীভাবে আটক করা হয় তানিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। উর্দিধারী পুলিশকর্তারা কীকরে ধরনা মঞ্চে বসেন তানিয়েও শুরু হয়েছে চাপানউতোর। ইতিমধ্যে ডিজি, সিপি ও রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হয়েছে। সলিসিটার জেনারেলের আবেদনে ভিত্তিতে এজলাসে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, সিপি যে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করছেন, তার প্রমাণ দিন। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে রাজীব কুমারের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যে তিনি সারা জীবন মনে রাখবেন। বিষয়টি নিয়ে তিনি আক্ষেপ করবেন, অনুতপ্ত থাকবেন। এই ঘটনার জন্য তাঁকে পস্তাতেও হতে পারে। ইতিমধ্যেই রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ এককাট্টা করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী কাল সকাল সাড়ে দশটায় এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে রাজীব কুমারকে সারদা মামলা অন্যচম অভিযুক্ত হিসেবে প্রামণ করছেন সিবিআইয়ের সলিসিটার জেনারেল, এটি ঠিক নয় বলে দাবি করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনুসিংভী।

আদালতের সক্রিয় ভূমিকা দেখে রীতিমতো উৎসাহিত সিবিআই আধিকারিকরা। রাজ্যের বেশকিছু পুলিশকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দিকে এগোচ্ছে সিবিআই। আসলে সুপ্রিমকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত শুরু হয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। ইতিমধ্যেই নিজাম প্যালেস পৌঁছেছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কোজ শ্রীবাস্তব,তিনি রাজ্যপুলিশ ও সিপির বিরুদ্ধে রিপোর্ট তৈরি করছেন, সেই রিপোর্ট সম্পূর্ণ হলে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যপুলিশের সঙ্গে কেন্দ্রেই এই সংঘাতে প্রায় দূর্গের চেহারা নিয়েছে কলকাতার সিপিআইয়ের দুই দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেস। সেখানে রাজ্যপুলিশের কড়া নিরাপত্তার পাশাপাশি, কেন্দ্রের নির্দেশে পৌঁছেছে সিআরপিএফ জওয়ানরা। কড়া নিরাপত্তায় মুড়েছে চতুর্দিক, উত্তেজনার পারদ তরতরিয়ে চড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =