ডানলপ: ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক নেতাদের একে অপরের প্রতি শ্লেষাত্মক আক্রমণ আরো বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। এদিন ডানলপ মাঠে জনসভা করে বক্তব্য রাখতে গিয়ে নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বললেন, তিনি পরিষ্কার বুঝে গিয়েছেন যে তাঁর হয়ে মাঠে নেমে খেলার কেউ নেই। তাই এখন তাঁকে গোল বাঁচাতে হবে। সেই কারণেই তিনি নিজেকে গোলরক্ষক বলছেন। একইসঙ্গে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেও।
এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, আগে বলা হত তৃণমূল কংগ্রেসে একজন নেত্রীর ম্যাজিক চলে। কিন্তু এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে সেই ম্যাজিক আর নেই তাই জন্য ঠিকাদার ভাড়া করতে হয়েছে। সে এসে সব ঠিক করে দিচ্ছে আর সেই ভাবে দল চলছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গোলরক্ষক বলে দাবি করেছেন। সেই প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে রাজীব বলেন, তিনি বুঝে গিয়েছেন খেলার কেউ নেই তাই জন্য এখন নিজে গোল বাঁচানোর জন্য উদ্যোগী হয়েছেন। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসের সুরে নব্য বিজেপি নেতা স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গোলরক্ষক হন তাহলে তাদের মত অনেক স্ট্রাইকার বিজেপি দলের হয়েছে, তারা জানে কিভাবে গোল দিতে হয়। গোলরক্ষক যতই ভালো হোক, গোল কিভাবে পড়তে হয় সেটা বিজেপি আগামীদিনে দেখিয়ে দেবে বলে এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এদিনও বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করলেন, বাংলায় অনেক সম্পদ আছে এবং শক্তি আছে। ‘বাংলার মেয়ের’ কাজ রাজ্যের সাধারণ মানুষ দেখে নিয়েছে এবং তারা এখন চায় কেন্দ্র এবং রাজ্যের একই সরকার গঠন হোক তাহলে আরো বেশি উন্নয়ন করা সম্ভব হবে সাধারণ মানুষের। ফাইল ছবি