শনিবার ভাঙবে তৃণমূলের ঘর? রাজীব-শতাব্দীর ‘সুরে’ সাদৃশ্য

শনিবার ভাঙবে তৃণমূলের ঘর? রাজীব-শতাব্দীর ‘সুরে’ সাদৃশ্য

2d4a2f0199cf8ad9a3dd7f1631801ab4

 

কলকাতা: গতকাল ফ্যান ক্লাব মারফত ফেসবুক পোস্টে জানা গিয়েছিল আগামী শনিবার নিজের ‘সিদ্ধান্ত’ জানাবেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। এবার ফেসবুক পোস্ট করে রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন তিনিও আগামী শনিবার ফেসবুক লাইভে এসে সকলের সঙ্গে আলোচনায় যোগ দেবেন! বেশ কিছু সময় ধরেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। একাধিকবার জল্পনা ছড়িয়েছে যে তিনিও হয়তো শুভেন্দু অধিকারীর পথে হেঁটে বিজেপিতে যোগদান করবেন। বিগত কিছুদিন এ বেশ কয়েকবার মন্ত্রিসভার বৈঠক বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন তিনি। এবার তৃণমূল কংগ্রেসের অন্য এক সাংসদ শতাব্দি রায়ের মতো শনিবার তার হঠাৎ জনসমক্ষে আসার ব্যাপার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

গত ১১ জানুয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বেশ কয়েক দিন সকলের সঙ্গে আলোচনায় জুড়তে পারেননি। তাই শনিবার দুপুর তিনটে নাগাদ ফেসবুক লাইভে আসবেন। যিনি বিগত বেশ কয়েক দিনে একাধিকবার মন্ত্রিসভার বৈঠক এড়িয়ে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন, তিনি হঠাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে আসতে উদ্যোগী হয়েছেন। এই ব্যাপারটা অনেকেরই বোধগম্য হচ্ছে না। জল্পনা সৃষ্টি হয়েছে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে থাকা বা না থাকার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাই রাজিব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ ঘিরে ইতিমধ্যেই জল্পনা এবং ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে রাজ্য-রাজনৈতিক মহল। অন্যদিকে শোনা গিয়েছে, আগামীকাল দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। এদিন তিনি তারাপীঠ উন্নয়ন পর্ষদের পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন। অন্যদিকে ফেসবুক পোস্ট মারফত তার ফ্যান পেজ থেকে জানা গিয়েছে, তিনিও শনিবার দুপুরে নিজের সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন সকলকে। অতএব আশঙ্কা করা হচ্ছে, শনিতে হয়তো আবারো ঘর ভাঙতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের।

গতকাল ‘শতাব্দী রায় ফ্যানস ক্লাব’ পেজ থেকে গতকাল পোস্ট করা হয়, ‘মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি।যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১, শনিবার দুপুর দুটোয় জানাব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *