শুভেন্দুর পর বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়, বনমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট ফিরহাদের

শুভেন্দুর পর বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়, বনমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট ফিরহাদের

5647daf4bc6c3b58b389d8ece485e647

কলকাতা: শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক রাজ্যের আরও এক মন্ত্রী৷ এবার বেসুরো কথা শোনা গেল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ শনিবার ধারা পড়ায় নবীন সঙ্ঘের উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷ তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে দলে ফাটল ধরার জিগির উঠেছে৷ 

আরও পড়ুন- মন্ত্রীর সামনে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’! প্রশ্ন করতেই সাংবাদিককে ধাক্কা মন্ত্রীর

এদিন রাজ্যের বনমন্ত্রী বলেন, এমন অনেকেই আছেন যাঁরা ক্ষমতার জন্য রাজনীতি করেন৷ রাজনীতির মঞ্চকে তাঁরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন৷ যাঁরা ঠাণ্ডা ঘরে বসে থাকেন, তাঁরাই সামনের সারিতে রয়েছেন৷ অথচ যাঁরা যোগ্যতার সঙ্গে কাজ করছেন, তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে না৷ এটা হল স্তাবকতার যুগ৷ হ্যাঁ তে হ্যাঁ মেলাতেই হবে৷ না হলে কোনও স্থান পাবেন না৷ যখন মানুষ ভালো কাজ করে তখন তাঁকে পিছন থেকে টেনে ধরা হয়৷  দুর্নীতিগ্রস্তরা স্তাবকতা করে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন৷ রাজনীতিতে একটা শূন্যতার তৈরি হচ্ছে৷ অনেকেই মানুষকে বোকা ভাবছেন৷ যাঁরা মানুষকে বোকা ভাবেন তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন৷ সময় এলে মানুষ টের পাইয়ে দেবে৷ প্রথম সারিতে থাকা ওই মুখগুলোর মানুষ আর পছন্দ করছে না৷ তাঁদের বিরুদ্ধে একজোট হওয়ার সময় এসে গিয়েছে৷ 

আরও পড়ুন- বিজেপি’র কর্মসূচিতে বোমাবাজি ঘিরে বারাবনিতে ধুন্ধুমার, বিজেপির কাঠগড়ায় তৃণমূল!

এদিন রাজীবকে বেসুরো শোনালেও তাঁর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, রাজীব ভালো ছেলে৷ আমাদের পরবর্তী  প্রজন্মে রাজ্যে যে ক’জন মন্ত্রী আছেন, তাঁদের মধ্যে নবীন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি খুব ভালো কাজ করছেন৷ 

এদিকে এদিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও৷ রাজীববাবু অভিনেতার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, অভিনয়ের সঙ্গে সঙ্গে সমাজের জন্য কাজ করার অভিপ্রায় রয়েছে রুদ্রনীল ঘোষের৷ তিনি সবসময়ই আর্তদের পাশে দাঁড়িয়েছেন৷ এছাড়াও ক্লাবগুলির প্রশংসা করেন তিনি৷ বনমন্ত্রী বলেন, বিপদের সময় সবার আগে ক্লাবগুলোই ঝাঁপিয়ে পড়ে৷ তারা মানুষের পাশে দাঁড়ায়৷ করোনা পরিস্থিতিতে বহু মানুষ সমস্যায় পড়েছেন৷ তার উপর আম্পান অনেকটা ক্ষতি করে গিয়েছে৷ অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নবীন সঙ্ঘের মতো ক্লাবগুলি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *