কলকাতা: মন্ত্রিপদ থেকে ইস্তফা আগেই দিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বেলা ১২ টা নাগাদ রাজ্য বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দিলেন ডোমজুড়ের বিধায়ক৷ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে জমা দেন পদত্যাগপত্র। আর তারপরেই বিধানসভা থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু একি? তাঁর হাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন?
এর উত্তরে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুরু থেকে তাঁর রাজনৈতিক পথের অনুপ্রেরণা, এবং আজও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা হয়েই আছেন। আর তাই ছবি প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই ছবি আমি আমার সঙ্গে রাখতে চাই৷ কারণ ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনের খুব কাছের৷ আমি নেত্রীকে আজও সম্মান করি৷” পদত্যাগের বিষয়ে যদিও তিনি দলে স্বাধীনতার অভাবের কথা ফের উল্লেখ করে বলেন, “দল থেকে দূরত্বের কারণ একটাই, দলে স্বাধীনতার অভাব৷”
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে ‘বেসুরো’ হয়ে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অনেকবার তৃণমূল থেকে তার মানভঞ্জনের চেষ্টা চালানো হলেও তা বিফলেই গিয়েছে৷ রাজীবের মন্ত্রিত্ব ও বিধায়কপদ ছেড়ে দেওয়া রাজৈনিক মহলে চাঞ্চল্য ফেলে দিয়েছে৷ কিন্তু এবার প্রশ্ন একটাই, ‘রাজীব কি বিজেপিতে যোগদান করবেন?’ করলেও কবে করবেন? আগামী রবিবার? অমিত শাহ’র হাত ধরে? অনেকগুলি প্রশ্ন ফের ঘোরাঘুরি করছে রাজনৈতিক মহলে।