“৫০ কিমি যেতেও হেলিকপ্টার লাগে ভাইপোর”! চার্টার্ড বিমান বিতর্কের পাল্টা দিলেন রাজীব

“৫০ কিমি যেতেও হেলিকপ্টার লাগে ভাইপোর”! চার্টার্ড বিমান বিতর্কের পাল্টা দিলেন রাজীব

bd9cdbe5d60c470d62c07b5d472cc876

কলকাতা: বিজেপির অনেক টাকা আর অনেক তার নেতাদের অহংকার, ভোট বাজারে দু’দিন আগেই এই প্রচারকেই হাতিয়ার করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তিনিই নন, বিজেপির পরিবর্তন রথযাত্রা থেকে শুরু করে তৃণমূলত্যাগী নেতাদের চার্টার্ড প্লেনে দিল্লি গমন, প্রত্যেক ইস্যুকেই পর্যায়ক্রমে আক্রমণ করেছেন তৃণমূল নেতারা। ঘাসফুল শিবিরের এই আক্রমণেরই জবাব শোনা গেল এদিন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়। 

আরও পড়ুন-  বাবুমাস্টারের ওপর হামলার ঘটনায় জড়িত জ্যোতিপ্রিয়! বিস্ফোরক অভিযোগ অর্জুনের

তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা মাত্র ৫০ কিলোমিটার দূরত্ব যেতেই হেলিকপ্টার ব্যবহার করেন, এদিন এমনটাই দাবি করেছেন সদ্য তৃণমূলত্যাগী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এই সূত্রে ‘গরীব’ দল তৃণমূলের প্রতি তাঁর কটাক্ষ, “এত হেলিকপ্টারের টাকা আসছে কোথা থেকে?” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শাসকদলের নেতারা বরাবরই নিজেদের গরীব দল বলে দাবি করে এসেছেন। তাঁদের এই দাবিকেই এদিন পাল্টা দেন প্রাক্তন বনমন্ত্রী। মূলত তাঁর এদিনের আক্রমণের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বস্তুত, কিছুদিন আগে তৃণমূল ত্যাগ করে বিজেপির চার্টার্ড বিমানে চড়ে দিল্লি যাত্রা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়সহ একাধিক নেতা। অমিত শাহের সঙ্গে দেখা করে গেরুয়া শিবিরে যোগদান পাকা করেন তাঁরা। এই চার্টার্ড প্লেনের বিলাসিতাকে ভোট পূর্ববর্তী আবহে কটাক্ষ করেছিলেন শাসকদলের অনেকেই। এর জবাবেই এদিন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন রাজীব বাবু। তাঁর কথায়, “রাজ্যের মধ্যেই দলের জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে যাচ্ছেন ভাইপো। তবে চার্টার্ড প্লেনে দোষ কোথায়?” দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগণায় এক জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে পৌঁছোন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। এদিন তাকেই কটাক্ষ করেছেন গেরুয়া নেতা। 

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সাংসদ, ‘তৃণমূল খুন করতে চায়’, দাবি বিজেপির

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করেন তিনি অতি সাধারণ জীবন যাপন করে থাকেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্যদের অনেক টাকার লোভ, দিন কয়েক আগে এক জনসভা থেকে তেমনটাই দাবি করেছিলেন তিনি। নিজের প্রাক্তন দলনেত্রীকেও এদিন আক্রমণের হাত থেকে রেহাই দেন না রাজীব বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *