কলকাতা: ভোটদান পর্ব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন, তার আগে আজ বর্ধমানের রশিকপুরে বোমা বিস্ফোরণে ৭ বছরের এক শিশুর মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপি থেকে শুরু করে সিপিএম সকলেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে। এদিকে এই ঘটনায় দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে নির্বাচন কমিশনও। কিন্তু রাজ্য সরকারকে আক্রমণের ঝাঁজ কমায়নি কেউ। এই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তৃণমূল যে খেলার কথা বলছিল সেটা শুরু করে দিয়েছে।
বর্ধমানের ঘটনা নিয়ে এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, বাংলায় যেভাবে পঞ্চায়েত ভোট করেছিল তৃণমূল কংগ্রেস সরকার, ঠিক সেভাবেই আগামী বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা। তৃণমূল কংগ্রেস আদতে যে খেলা হবে বলছিল, সেই খেলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা। বোমার আঘাতে আজ রাজ্যে শিশুর মৃত্যু হয়েছে, এর থেকে খারাপ আর মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না বলে দাবি করেছেন বিজেপি নেতা তথা ডোমজুড়ের প্রার্থী। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের অফিসগুলো বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে৷ আপনারাও বুঝতে পারছেন, খেলা হবে স্লোগান আসলে একটি হুমকি৷ মানুষকে ভয় দেখানোর চেষ্টা৷ একটা দল খেলা হবে স্লোগান দিয়ে গোটা বিষয়টি এই জায়গায় নিয়ে যেতে পারে, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বিশ্বাস হত না৷’’
আরও পড়ুন- বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, দিল্লিতে রিপোর্ট পাঠাল কমিশন!
অন্যদিকে, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়৷ শাসকদল ক্ষমতার শক্তি দেখাচ্ছে৷ পয়সা আর ক্ষমতার দাপট দেখানো হচ্ছে৷ ক্ষমতা জাহির করা হচ্ছে৷ এখানে মানুষ বিপন্ন হচ্ছে৷ খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই কথায় মধ্যে দিয়েই আক্রমণাত্মক ভাব ফুটে উঠছে৷ বোমাবাজি নিয়েই কি বাংলা? একটা শিশুর প্রাণ চলে গেল৷ তাতেও কারও লজ্জা নেই৷ বাংলার বিবেক কোথায়? বুদ্ধিজীবী মানুষরাই বা কোথায়? ’’