নিজস্ব সংবাদদাতা, হাওড়া: যারা দলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তাদের মধ্যে একজন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ এমনটাই মত শাসকশিবিরের৷ আর এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি যোগকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার রাজনৈতিক পরিস্থিতি৷ রবিবার রাজীবের নিজের কেন্দ্র থেকেই তাঁর বিরুদ্ধে মিছিল বের করল তৃণমূল৷ আর সেই মিছিলেই জুতোর মালা পরিয়ে পোড়ানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ মিছিলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পড়ায় তৃণমূল কর্মীরা৷ এরপর সেই ছবিতে আগুন লাগিয়ে দেন৷
রবিবার ডুমুরজলা থেকে বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পর রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন রাজীব৷ বলেন, ‘‘স্বাস্থ্যসাথী ভাঁওতা। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে৷ এবারে বাংলায় পদ্মফুল ফুটবেই৷ তাঁর কথায়, “রাজ্যে সংখ্যালঘুদের বিজেপির নামে ভয় দেখানো হয়। অথচ সংখ্যালঘুদের জন্য রাজ্যের শাসকদল কোনও কাজই করেনি। তাঁদের উন্নয়ন হয়নি।”
এর আগে এই বাঁকড়াতেই রাজীবের ছবিতে জুতোর মালা পরিয়ে জুতোর বাড়ি মারতে দেখা গিয়েছিল জনৈক এক ব্যক্তিকে৷ এবার রাজীবকে গদ্দার তকমা দিয়ে মিছিল বের করল তৃণমূল৷ হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “আজকের মিছিল বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। আজকের মিছিল গদ্দারদের বিরুদ্ধে। রবিবারের শাসকদলের মিছিলে রাজীবের বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷