ডোমজুড়: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিজের মনোনয়ন পেশ করলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করা নতুন কিছু না হলেও এবার দল পরিবর্তন করেছেন তিনি। তাই জীবনে প্রথমবার বিজেপি প্রার্থী হয়ে মনোনয়ন পেশ করলেন রাজীব। একইসঙ্গে এদিন আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, এবারেও ডোমজুড়ের মানুষ তাঁকে আশীর্বাদ করবেন এ ব্যাপারে তিনি শুধু আশাবাদী নন, একেবারে নিশ্চিত। যদিও মনোনয়ন পেশ করার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি।
এদিন রাজীব বলেন, গত ১০ বছর ধরে তিনি ডোমজুড়ের মানুষের প্রতিনিধি ছিলেন, আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাই তিনি একেবারে নিশ্চিত যে এবারেও এখানকার সাধারণ মানুষ তাঁকে আশীর্বাদ করবেন। নির্বাচনের প্রচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, বিজেপি কোথাও মিটিং মিছিল করলে পাথর ছোড়া হচ্ছে এবং কালো পতাকা দেখানো হচ্ছে। এটা কি রাজনৈতিক শিষ্টাচার, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বলেন, ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সর্মথকরা যথেষ্ট শান্ত এবং সংযত হয়ে কাজ করে। কিন্তু রাজ্যের শাসকদলের কর্মীরা যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন তা নজিরবিহীন। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি শিবিরের তরফ থেকে লাগানো পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কোথাও কোথাও ব্যানার এবং পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। রাজীবের বক্তব্য, শাসক দলের কর্মী এবং সমর্থকদের সঙ্গে থানা আছে, পুলিশ আছে। তাদের জন্য বিজেপির কর্মী এবং সমর্থকরা ভীত এবং সন্ত্রস্ত।
আরও পড়ুন- ‘দূষিত পানীয় জল’ খেয়ে কলকাতায় দু’জনের মৃত্যু ঘিরে আতঙ্ক, তদন্তের নির্দেশ ফিরহাদের
উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে ডোমজুড় থেকে বিধায়ক নির্বাচিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবশেষে বিজেপিতে যোগ দেন তিনি। এখন নিজের পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।