পুজোর থিম পাগলা গারদ, তাই নিয়ে বিতর্ক, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের

পুজোর থিম পাগলা গারদ, তাই নিয়ে বিতর্ক, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের

 

রাজারহাট: রাজারহাট নারায়নপুর সবুজ সংঘ ক্লাবের শ্যামা পুজোর এবারের থিম পাগলা গারদে মায়ের আরাধনা। মূলত একটি সচেতনতার বার্তা দেওয়া হয়েছে৷ গোটা মণ্ডপ জুড়ে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে৷ সেখানে মানসিক(মেন্টাল) রোগীদের রাখা হয়েছে৷

পুজো উদ্যোক্তাদের চিন্তাভাবনা তারা রাস্তাঘাটে দেখে প্রচুর মানসিক (মেন্টাল) মানুষজন ঘুরে বেড়ায়৷ তারা বিভিন্ন কারণে মানসিক রোগী হয়ে গিয়েছে৷ কেউ চিন্তা ভাবনা করে, কেউবা গেম খেলে আবার কেউ বা পরিবারের কথা ভুলে মদ্যপান করে মানসিক রোগী হয়ে গিয়েছে৷ কেউ আবার এনআরসির হওয়ার ভয়ে চিন্তা করতে করতে মানসিক রোগী হয়ে গিয়েছে। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এই সব মানুষকে অবহেলা না করে হাসপাতালে চিকিৎসা করালে তারা আবার সুস্থভাবে জীবন যাপন করতে পারবে৷ এই সমস্ত কথা মাথায় রেখে অস্থায়ী হাসপাতাল তৈরি করে তাদের পাশে দাঁড়ানো বার্তা দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এই পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷ আজ একটি সমাজসেবী (এনজিও) সংস্থা থেকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে বেশকিছু চরিত্র এখানে বাদ দিতে বলা হয়৷ যদিও এই পুজোর পৃষ্ঠপোষক তথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানান, দরকার পড়লে কোর্টে যাব৷ যারা বাধা দিতে এসেছে তারা সমাজের জন্য কি কাজ করেছে? মানসিক রোগী চিকিৎসা হচ্ছে দেখানো হয়েছে৷ অনেক সিনেমাতে দেখা যায় পাগলের ভূমিকায় অভিনয় করে৷ সেখানেও তাহলে ওই রোল রাখা যাবে না৷ সুতরাং এইগুলো নিয়ে বিতর্ক করা হচ্ছে৷ যদি মনে হয় আদালতে যেতে হবে, আমরা আদালতে যেতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =