বৃষ্টির চোখ রাঙানি উড়িয়ে জমজমাট মহাষষ্ঠীর প্যান্ডেল হপিং

কলকাতা: বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে ফের মণ্ডপে মণ্ডপে জনতার ঢল৷ আকাশের মুখ সকাল থেকে ভারী হলেও প্যান্ডেল হপিংয়ে বৃষ্টিকে পাত্তা দিতে নারাজ জনতা৷ ফলে, মহাষষ্ঠীর সন্ধ্যা থেকে ভিড় শুরু হয়েছে গিয়েছে মণ্ডপে মণ্ডপে৷ চলছে প্রতিমা দর্শনের পালা৷ মণ্ডপের বাইরে চলছে দেদার আড্ডা৷ খাওয়া-দাওয়া, সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ৷ আট থেকে আশি, সবাই মেতেছেন শারদ আনন্দে৷ আজ

বৃষ্টির চোখ রাঙানি উড়িয়ে জমজমাট মহাষষ্ঠীর প্যান্ডেল হপিং

কলকাতা: বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে ফের মণ্ডপে মণ্ডপে জনতার ঢল৷ আকাশের মুখ সকাল থেকে ভারী হলেও প্যান্ডেল হপিংয়ে বৃষ্টিকে পাত্তা দিতে নারাজ জনতা৷ ফলে, মহাষষ্ঠীর সন্ধ্যা থেকে ভিড় শুরু হয়েছে গিয়েছে মণ্ডপে মণ্ডপে৷ চলছে প্রতিমা দর্শনের পালা৷ মণ্ডপের বাইরে চলছে দেদার আড্ডা৷ খাওয়া-দাওয়া, সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ৷ আট থেকে আশি, সবাই মেতেছেন শারদ আনন্দে৷

আজ দেবী দুর্গার অধিবাস৷ গতকাল পাঁজি মেনে দেবী দুর্গার বোধন হয়ে গিয়েছে৷ আজ অধিবাস৷ কিছুক্ষণের মধ্যেই মণ্ডপে মণ্ডপে বাঁচতে শুরু করবে ঢাক ঢোল৷ শুরু হয়ে যাবে দেবী দুর্গার অধিবাস পর্ব৷ চলছে তারই প্রস্তুতি৷

দুর্যোগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে প্যান্ডেল হপিং৷ গোটা রাজ্যজুড়ে মেতে উঠেছে শারদ আনন্দে৷ ষষ্ঠীর সন্ধ্যায় এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর না পাওয়া গেলেও আকাশের মুখ ভার রয়েছে৷ তবে, তাতে পুজো দেখার আনন্দ মাটি করতে নারাজ বাংলা৷ আর সেই কারণে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের নিয়ে শুরু হয়েছে পুজোর আনন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *