ঘূর্ণাবর্তের জেরে ভাসছে কলকাতা, দোসর হয়ে ধেয়ে আসছে শক্তশালী নিম্নচাপ

ঘূর্ণাবর্তের জেরে ভাসছে কলকাতা, দোসর হয়ে ধেয়ে আসছে শক্তশালী নিম্নচাপ

কলকাতা:  রবিবার রাত থেকেই শুরু হয়েছে বর্ষণ৷ সোমবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও মুখ ভার আকাশের৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে৷ কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভিজবে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা৷  বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরেও৷ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টিপাত৷ 

আরও পড়ুন- ‘সবচেয়ে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই’, তিনি কে? সাফ জানালেন বাবুল

এরই মধ্যে দেখা দিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি৷ আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়তে চলেছে আরও একটি নিম্নচাপ৷ যার জেরে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি৷ হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরের বুকে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যেটি শক্তি বাড়িয়ে পরিণত হবে নিম্নচাপে৷ আগামী রবিবার পুরী থেকে গঙ্গাসাগরের মধ্যে যে কোনও জায়গা দিয়ে ভূ-ভাগে ঢুকে পড়বে সেটি৷ যার জেরে দক্ষিণের জেলাগুলি ভাসবে বৃষ্টির জলে৷ তবে ওডিশা দিয়ে এই নিম্নচাপ প্রবেশ করলে প্রবল বৃষ্টি হবে পশ্চিমেও৷ নিম্ন চাপের জেরে আগামী রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে৷ 

আরও পড়ুন- ‘ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন’, অনুপমকে তুলোধোনা বাবুলের

আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, নিম্ন চাপের জেরে বইবে ঝোড়ে হাওয়া৷ বাতাসের গতি সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ কিলোমিটার থাকবে৷ দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে৷ এমনিতেই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে৷ তার উপর নিম্নচাপ৷ পুজোর আগে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *