কলকাতা: কিছুদিন ভ্যাপসা গরম এবং তাপমাত্রা বৃদ্ধির খবরে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। কিন্তু এদিন স্বস্তি খবর মিলেছে। আজ সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩ দিন লাগাতার বৃষ্টি হবে। স্বাভাবিকভাবেই পরবর্তী কয়েক দিন তীব্র গরম অনুভূত হবে না। কিন্তু ইতিমধ্যেই শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
বর্ষার বৃষ্টিতে কলকাতায় যানজটের সমস্যা থাকে। আর তার সবথেকে বড় কারণ জমা জল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিট, এজেসি বোস রোড সহ একাধিক রাস্তায় জল জমেছে তার কারণে যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণে সাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আভাস দেওয়া হয়েছে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী বৃষ্টি হতে পারে। তাই বিভিন্ন এলাকাতেই জল জমার সমস্যা দেখা দিতে পারে স্বাভাবিকভাবেই।