রবিবার বৃষ্টি নামবে ১০ জেলায়, সোম থেকে ভিজবে সারা দক্ষিণবঙ্গ! ক’দিন চলবে ঝড়-জল?

কলকাতা: প্রবল গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ আদ্রতা জনিত কারণে হচ্ছে প্যাঁচপ্যাঁচে ঘাম৷ তবে এরই মধ্যে সুখবর৷ সোমবার থেকে ফের নামবে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের বেশ…

কলকাতা: প্রবল গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ আদ্রতা জনিত কারণে হচ্ছে প্যাঁচপ্যাঁচে ঘাম৷ তবে এরই মধ্যে সুখবর৷ সোমবার থেকে ফের নামবে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে রবিবার থেকেই। তবে আজ ও আগামী কাল কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ আবহবিদেরা জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের প্রভাবেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে৷

 

রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- এই দুই জেলায়। যদিও এই বৃষ্টিতে গরম খুব একটা কমবে না৷ স্বস্তির বৃষ্টি নামবে সোমবার থেকে। সোমবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ বৃষ্টি হবে গোটা সপ্তাহ জুড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *