উত্তরবঙ্গে ২-৩ দিনে বর্ষা

উত্তরবঙ্গ : উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২-৩ দিনের মধ্যে আসতে পারে বর্ষা । শনিবারই কর্নাটক ও অরুণাচল প্রদেশে নতুন করে এগোতে শুরু করেছে বর্ষা। ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে আরব সাগরেই আটক ছিল মৌসুমি বায়ু। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ‘বায়ু’ পুরোপুরি দুর্বল হওয়ার পরই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এখানে বর্ষার পক্ষে তা সহায়ক হবে কিনা,

57a8d56bdbbf44335e44f4f2e1583627

উত্তরবঙ্গে ২-৩ দিনে বর্ষা

উত্তরবঙ্গ : উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ২-৩ দিনের মধ্যে আসতে পারে বর্ষা । শনিবারই কর্নাটক ও অরুণাচল প্রদেশে নতুন করে এগোতে শুরু করেছে বর্ষা। ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে আরব সাগরেই আটক ছিল মৌসুমি বায়ু। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ‘বায়ু’ পুরোপুরি দুর্বল হওয়ার পরই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

তবে এখানে বর্ষার পক্ষে তা সহায়ক হবে কিনা, তা পরিষ্কার নয় এখনও। শুক্রবার কলকাতায় পারদ চড়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যায় কলকাতার কিছু অংশে বৃষ্টি নামলেও রবি ও সোমবার ফের শহরের পারদ পৌঁছতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *