দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর! আগামী তিন চার দিনেই বদলে যাবে আবহাওয়া

কলকাতা: উত্তরবঙ্গে আগেই ঢুকেছে বর্ষা। বৃষ্টিও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু দক্ষিণবঙ্গের কপালে এখনও অধরা বর্ষার বৃষ্টি। জুন মাসের শেষে পৌঁছেও গরমে কাহিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এমন অবস্থায়…

weather forecasts বৃষ্টি

কলকাতা: উত্তরবঙ্গে আগেই ঢুকেছে বর্ষা। বৃষ্টিও হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু দক্ষিণবঙ্গের কপালে এখনও অধরা বর্ষার বৃষ্টি। জুন মাসের শেষে পৌঁছেও গরমে কাহিল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এমন অবস্থায় সবার জিজ্ঞাসা একটাই, কবে হবে বৃষ্টি? আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা নেই। ফলে ভ্যাপসা গরমে একরকম দমবন্ধকর অবস্থা। তবে এবার আশার খবর শোনাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দুয়ারে হাজির বর্ষারানি।

আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। শুরু হবে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দু’দিন দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে জাগায় জায়গায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই দু’দিন তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ১ এবং ২ জুলাইও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে।

এদিকে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। ৩০ জুন পর্যন্ত উত্তরের ওপরের পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনজপুরে। সোম ও মঙ্গলবার উত্তরের সব জেলায় জারি থাকবে বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *