কলকাতা: বৃহস্পতিবার থেকে দুই বঙ্গের একাধিক জেলাতে হবে বৃষ্টিপাত৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামীকাল, শুক্রবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস৷ আগামীকালের মধ্যে তাঁদের সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে এবং ২৬ জুলাই পর্যন্ত উপকূলের সমুদ্রে যাওয়ায় ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ২৬ জুলাইও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এই দুই নিম্নচাপের জেরেই উত্তর বঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা তৈরি হয়েছে৷ জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও৷
আরও পড়ুন- শহিদ দিবসে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, খুনের নেপথ্যে কে? তদন্তে পুলিশ
শুধু বৃষ্টি নয় সঙ্গে আংশিক বজ্রপাতেরও সম্ভবনা রয়েছে৷ কেন? হাওয়া অফিসের এককর্তা বলেন, ‘‘ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে৷ তাই সারাদিন আদ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূতি হবে কলকাতায়৷ তারই নিট ফল রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে৷’’ যদিও দক্ষিণবঙ্গের পাশাপাশি এই কদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।