Low Pressure
কলকাতা: বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আগামী ২-৩ দিন ভালোই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। এমনটা স্পষ্ট করে দিল আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বর্ষণ হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মূলত দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকুল অংশ ভিজেছে। তা এই ঘূর্ণাবর্তের জন্যই বলে জানান হয়েছে। দিন কয়েক পরেই আশ্বিন মাস পড়বে। অথচ আবহাওয়ায় শরতের চিহ্নমাত্র নেই। তার আসল কারণ এটিই।
হাওয়া অফিস জানিয়েছে, যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা মূলত ওড়িশার ওপরেই প্রভাব ফেলবে। তবে পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের প্রভাব থাকলেও গত কয়েক দিনের ক্রমাগত বৃষ্টির আরও একটি কারণ রয়েছে। আসলে ঝাড়খণ্ড থেকে একটি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে চলে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। এ দিকে, নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগান বেড়েছে। তাতেই হচ্ছে এই বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা তো বটেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
শেষ কয়েক দিনে আবারও ভ্যাপসা গরম কাবু করে ফেলেছিল বাংলাকে। দিনের শুরু হচ্ছিল তীব্র গরম দিয়ে এবং মাঝে আকাশ মেঘলা হলেও তেমন কোনও লাভ হচ্ছিল না। মাঝে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা পারদ ওপরের দিকেই থেকেছে। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হতে পারে।