হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সারাদিন, সপ্তাহ কেমন যাবে
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সারাদিন, সপ্তাহ কেমন যাবে
কলকাতা: জোড়া ঘূর্ণিবর্ত, সঙ্গে মৌসুমী অক্ষরেখার কারণে বাংলায় বর্ষণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় বলে আভাস দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে রোদ হলেও কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বেলা বাড়তেই মেঘলা আকাশ দেখা দেয়। পরে এক পশলা ভারী বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আরও দুই তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফিরোজপুর-রোহতাক-মিরট-গোরখপুর-পাটনা থেকে কোচবিহার হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত। এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্য একটি ঘূনাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। দুইয়ের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত মোটামুটি এমনই আবহাওয়া বিরাজ করবে। তারপর কিছুটা হলেও কমবে বৃষ্টি বলে পূর্বাভাস।
ফি বছর বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। সেই সব নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গই নয়, দেশের মধ্য ও দক্ষিণ অংশের কিছু অংশেও বৃষ্টি হয়৷ কিছুদিন আগে পর্যন্ত এমন সম্ভাবনা দেখা যায়নি। তবে চলতি সপ্তাহে যে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলবে তা অনুমান করা যাচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস।