কলকাতা: ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলায় যে খুব একটা প্রভাব ফেলবে না তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যদিও সরকারের তরফে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে। তবে এরই মধ্যে পূর্বাভাস এসেছে যে, শুক্রবার বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের ৪টি জেলায়। ওদিকে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ মোট ৮টি জেলায়। এতে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে মানুষ। কিন্তু এই স্বস্তি কতদিন থাকবে?
মাঝে কিছুটা গরমের অনুভূতি কমলেও ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা সেই ৩৬ থেকে ৩৮ ডিগ্রির কাছেই ঘোরাফেরা করছে। তবে এই আবহাওয়া থেকে মুক্তি দিতে বৃষ্টি শুরু হবে বলেই ইঙ্গিত। আর শুক্রবার বিকেল বা শনিবার থেকে হওয়া বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলেই অনুমান। হাওয়া অফিস আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। আর বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদও। তাই মোটামুটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত একটু আরাম থাকবে বলেই আশা করা হচ্ছে।
কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ঝোড়ো হাওয়া না বইলেও বৃষ্টিপাত হবে ভালোই, এমনই আভাস মিলেছে। অন্যদিকে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। এর সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। উল্লেখ্য, সকলের আশঙ্কা বাড়িয়ে হাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করছে ‘মোকা’। আপাতত ১৩ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে সে। তার প্রভাবে এবার বাংলায় আবহাওয়ার কতটা পরিবর্তন হয় সেটাই দেখার।