কলকাতা: উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। এই দুইয়ের কারণে রবিবার পর্যন্ত রাজ্যে চলবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই রাজ্যে সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে থাকছে, বৃষ্টি হচ্ছে প্রায় সারাদিন ধরেই। সেই আবহ বজায় থাকবে আগামীকাল পর্যন্ত। জেলায় জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে বলে অনুমান।
আবহাওয়া দফতর জানাচ্ছে, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে চলবে বৃষ্টি। রেহাই পাবে না শহর কলকাতাও। এমনিতেই শেষ কয়েক দিনে নাগাড়ে বৃষ্টি হয়েছে শহরে, বাজ পড়েছে একে একে। কিছু আগে বজ্রাঘাতে একাধিক জনের মৃত্যুর ঘটনাও ঘটে গিয়েছে। তাই বৃষ্টি নিয়ে আরও একবার সতর্ক করল হাওয়া অফিস। এর পাশাপাশি আশঙ্কা করা হয়েছে যে, জলাধার ও নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে একাধিক জেলা জলমগ্ন হতে পারে। ইতিমধ্যেই শহরের একাধিক এলাকায় জল জমে গিয়েছে।
অন্যদিকে খবর মিলেছে যে, বকখালিতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জম্মুদ্বীপের কাছে সমুদ্রে উল্টে গেছে একটি ট্রলার। সূত্রের খবর, ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নিন্মচাপের কারণে হঠাৎ করে করে আবহাওয়া পরিবর্তন হলে বিপত্তি ঘটে। সূত্রের খবর, মাঝ সমুদ্রে ট্রলারটি ঘোরাতে গেলে জলের স্রোতে উল্টে যায়। পরিস্থিতি বুঝে আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।