গরম আবার বাড়ছে, বৃষ্টির দাপট কি আর দেখা যাবে না

গরম আবার বাড়ছে, বৃষ্টির দাপট কি আর দেখা যাবে না

dff5e568efbf21edcf2f82bd364e6245

কলকাতা: প্রবল গরমের দাপটে নাজেহাল অবস্থা হয়েছিল আম জনতার। বৃষ্টির জন্য প্রায় চাতক হয়ে গিয়েছিল বাংলার মানুষ। দেরিতে হলেও বর্ষা ঢুকে যাওয়ায় এবং কিছুদিন বৃষ্টি হওয়ায় স্বস্তি মিলছিল বটে। তবে ওইটুকুই। আপাতত আবার গরমের দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাহলে বৃষ্টি কি আর দেখা যাবে না? ফের কি আগের মতো দাবদাহের পরিস্থিতি সৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর? 

হাওয়া মহলের বক্তব্য, শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে নাগাড়ে বৃষ্টি আবার কবে থেকে শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না। পূর্বাভাস দেওয়া হয়েছে, দিনের অধিকাংশ সময়ে আকাশ মেঘলা থাকবে তা গুমোট পরিস্থিতির সৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হবে ঠিকই কিন্তু তাতে গরমের ভাব কমবে না। তবে এসব আভাস শুধু দক্ষিণবঙ্গের জন্যই। কারণ উত্তরবঙ্গে আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদহের মতো জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত। 

এও জানান হয়েছে, রবিবার ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ধস নামর সম্ভাবনা রয়েে। সেইসঙ্গে জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলিতে। অতি ভারী বৃষ্টির কারণে উত্তরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *