হাসপাতালের দুয়ারে বর্ষার জমা জল! বিপাকে রোগী থেকে স্বাস্থ্য কর্মীরা

হাসপাতালের দুয়ারে বর্ষার জমা জল! বিপাকে রোগী থেকে স্বাস্থ্য কর্মীরা

 

পানিহাটি: সামান্য বৃষ্টিতেই ভাসল পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল৷ আউটডোর থেকে ইনডোর সর্বত্রই জল থই থই দশা৷ বাসিন্দাদের অভিযোগ, ফি-বছরই সামান্য জলে জল থই থই হাল হয় হাসপাতালের৷ অথচ প্রতিবারই ভোটের সময় প্রতিটি রাজনৈতিক দলের নেতারাই প্রতিশ্রুতি দেন যে তাঁকে জেতালে এলাকার নিকাশি সমস্যার সমাধান করবেন৷ কিন্তু ভোট ফুরোলেই নেতাদের আর টিকিও পাওয়া যায় না৷ ফলে ফি-বরাই সামান্য বৃষ্টিতে ভাসে এই সরকারি হাসপাতাল৷

এবারেও যার অন্যথা হল না মঙ্গলবার থেকে শুরু হওয়া অতি বৃষ্টিতে রাস্তা ছাপিয়ে ওয়ার্ড পর্যন্ত ঢুকে গিয়েছে বৃষ্টির জল৷ জলের মধ্যে ভাসছে নোংরা আবর্জনা, গামলা৷ ফলে রোগীদের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা৷ তাঁদের অভিযোগ, টানা একটু বৃষ্টি হলেই পানিহাটি হাসপাতালে জল জমে যায়৷ কিন্তু উপায়ন্তর না থাকার ফলে জলের মধ্যে দাঁড়িয়েই তাঁদের কাজ করতে হয়৷

এমনকি জমা জলে রাতের অন্ধকারে পোকামাকড় এবং বিষাক্ত সাপের উপদ্রবও দেখা যায় বলে জানিয়েছেন রোগী ও রোগীর পরিজনেরা৷ হাসপাতালের বেডে শুয়ে রোগী উষারানি সাহা বললেন, ‘‘নেতারা শুধু ভোট জানে, আর কিছু বোঝে না৷ ভোট ফুরলেই ওদের আর দেখা মেলে না৷ সেই কত বছর ধরেই তো দেখছি একই হাল৷ সামান্য বৃষ্টিতেই ওয়ার্ডে পর্যন্ত জল ঢুকে যায়৷’’

এক রোগীর আত্মীয় সুদীপ মণ্ডল বলেন, ‘‘একেই করোনার আবহ৷ তার ওপর অনেক জায়গায় ডেঙ্গুর উপসর্গ দেখা দিচ্ছে৷ হাসপাতালের মেঝেতে জল জমে থাকলে তো আশঙ্কা থাকবেই৷’’ কেন এমন হাল? কোনও মন্তব্যই করতে চাননি হাসপাতাল সুপার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =