কলকাতা: অষ্টমীর সকালে ‘অসুর’ বৃষ্টি৷ কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা। সোমবার সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর কলকাতায়। আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতা ছাড়াও বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে৷ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরেও। উৎসবমুখী মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- অনুমতি চেয়েও জেলের পুজোয় ঠাঁই হয়নি পার্থর, নতুন শাড়িতে পুজোয় মাতলেন অর্পিতা
বৃষ্টির পূর্বাভাস রয়েছে নবমীতেও৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও৷ তবে দশমী থেকে বৃষ্টি কিছুটা কমবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়৷
অষ্টমী থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাতেও৷ পূর্বাভাস হাওয়া অফিসের। অষ্টমীর সকাল থেকেই বৃষ্টি নেমেছে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা।দার্জিলিং এবং জলপাইগুড়ির একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>