আসছে বৃষ্টি, ফিরছে গরম! পূর্বাভাসে ফের অস্বস্তি

কলকাতা: কাল বুধবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ফের ফিরবে আগের সেই তপ্ত চেহারায়। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বিদায় নিতে শুরু করেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে তাপমাত্রা ফের বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম ফিরে আসবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দাপট বাড়বে শুকনো গরমের। তবে আজ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি

আসছে বৃষ্টি, ফিরছে গরম! পূর্বাভাসে ফের অস্বস্তি

কলকাতা: কাল বুধবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ফের ফিরবে আগের সেই তপ্ত চেহারায়। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বিদায় নিতে শুরু করেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে তাপমাত্রা ফের বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম ফিরে আসবে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দাপট বাড়বে শুকনো গরমের। তবে আজ বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বুধবার জোরালো ঝড়-বৃষ্টি হলে তার প্রভাবে বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও থাকতে পারে। তবে বেলার দিকে গরমের তীব্রতা বাড়বে। আগামী রবিবার কলকাতা ও দুই ২৪ পরগনার ন’টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। যা পরিস্থিতি, তাতে ওইদিন চড়া গরম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ ওই সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =