কলকাতা: তীব্র দাবদাহ থেকে রক্ষা৷ অবশেষে বৃষ্টি নামছে বাংলায়৷ হাওয়া অফিসের তরফে জাননো হয়েছে, আগামী তিন ঘণ্টায় রাজ্যের তিন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে তুমুল ঝড়ের আশঙ্কা৷ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷
হাওয়া অফিস জানিয়েছে, সাড়ে ছ’টা সাতটা নাগাদ মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি চলছে মুষলধারে৷ অতিবৃষ্টির জেরে চা বাগানের ব্যাপর ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে৷ শিলাবৃষ্টি হয়েছে কালচিনির খোকলা ও সেন্ট্রাল ডুয়ার্স এলাকায়৷ শিলাবৃষ্টির সঙ্গে হয় ঝড় পরিস্থিতি বেগতিক হয়ে উঠেছে৷ তবে, ওই তিন জেলায় বৃষ্টি হওয়ার দরুন তাপমাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে বলেই আশা করা হচ্ছে৷