নিম্নচাপের পূর্বাভাসের মধ্যেই বাংলায় ফের বৃষ্টির ইঙ্গিত, কমবে গরমের জ্বালা?

কলকাতা: আপাতত বংলা থেকে বিদায় নিয়েছে বৃষ্টি৷ ফের ফিরছে গরমের দিন৷ সেই পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা নিম্নচাপ৷ যার…

কলকাতা: আপাতত বংলা থেকে বিদায় নিয়েছে বৃষ্টি৷ ফের ফিরছে গরমের দিন৷ সেই পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা নিম্নচাপ৷ যার জেরে ফের রাজ্যে শুরু হতে পারে ঝড়বৃষ্টি৷ সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷

 

তার আগে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তিভাব সহ্য করতে হবে৷ পারদ থাকবে উর্ধ্বমুখী৷ সোমবার বৃষ্টি নামলে ধীরে ধীরে গরম কমতে থাকবে৷ তার আগে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা- পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর৷

 

দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী সাতদিনে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। সেই ঝড়ের নাম হবে রেমাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *