Aajbikel

সন্ধে হতেই হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কী বলছে আবহাওয়া দফতর

 | 
বৃষ্টি

কলকাতা: তীব্র গরম আবার অনুভূত হতে শুরু করেছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস এলেও তা যেন অক্ষরে অক্ষরে মিলছে না। তবে এখনই হতাশ হতে মানা করছে হাওয়া অফিস। বলা হচ্ছে, তাদের আভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া জারি থাকবে। সকাল থেকে রোদের তেজ থাকলেও বিকেলের পর থেকে অন্য আবহ তৈরি হবে এবং বিগত কয়েকদিনে তা হয়েছেও। জামাইষষ্ঠীর বিকেলও তার ব্যতিক্রম হল না। 

কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া এও জানান হয়েছে, টানা বৃষ্টি না হলেও তা চলতে পারে ২ থেকে ৩ ঘণ্টা। কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় বৃষ্টি শুরু হতে পারে। কিছু জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাও জানান হয়েছে।

  

এমনিতেই জামাইষষ্ঠীর দিনে কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেও। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো আপাতত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।

Around The Web

Trending News

You May like