rain
কলকাতা: শীত বিদায়ের আগে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘলা হতেই কমবে ঠান্ডার দাপট৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলায়। বুধবার থেকে ভিজবে দক্ষিণের বাকি জেলাগুলিও৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ হালকা বৃষ্টি হবে৷ সঙ্গে থাকবে কুয়াশা৷ আগামী কয়েক দিন মাঝারি কুয়াশা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি চলবে৷ তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। এই ক’দিনে রাজ্যের তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে বৃষ্টির মেঘ সরার পর ফের নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি আলিপুর। যদিও অনেকেরই অনুমান, বৃষ্টি থামলেও এ বারের মতো এখানেই ইতি পড়বে ঠান্ডায়৷