কলকাতা: শহরে তথা রাজ্যে যে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে এবং একাধিক জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন। এর মাঝে গতকাল নিম্নচাপের ভ্রুকুটি সরে গেলেও আপাতত বৃষ্টিপাতের পরিমাণ আগের থেকে কম হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে কিন্তু আজ ফের কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে বলেই অনুমান।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও একই ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও এখনই জলধারা পুরোপুরি বন্ধ হওয়ার নয়। তাই রাজ্যের বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ শহর তথা রাজ্যের এখনো বেশ কিছু এলাকা জলের তলায়, কোথাও হাঁটুজল আবার কোথাও কোমর জল। তাই এর পরে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়লে পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে এটাই স্বাভাবিক।
এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন অতিরিক্ত জল ছাড়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য ছিল, নিয়ম মেনেই তারা জল ছেড়েছে। এখনও তারা বলছে যে, বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমানো হতে পারে। তবে একটা বিষয় স্পষ্ট, আগামী কয়েকদিনে রাজ্যের পরিস্থিতি মোটামুটি একই রকম থাকবে।