rain
কলকাতা: কিছুটা কমল ঠান্ডার দাপট৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা মঙ্গলবারের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস কম। ঠান্ডা কমলেও থাকছে বৃষ্টির ইঙ্গিত৷ উত্তুরে ঠান্ডা হাওয়া যেমন ঢুকবে, তেমনই রাজ্যজুড়ে রয়েছে হালকা ঝিরঝিরে বৃষ্টির ইঙ্গিত। মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা অতি হালকা বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেও আকাশ খানিকটা মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে৷ হালকা থেকে মাঝারির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে৷ বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায়৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এও৷