কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি৷ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস মিলিয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া৷ পূর্বাভাস আলিপুর আওয়া দপ্তরের৷
গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ধাপে ধাপে বাড়ছে৷ আর তার জেরে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে৷আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাওবজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বইতে পারে দমকা হাওয়া৷ আর তার জেরে রাতের দিকে গরম থেকে স্বস্তি মিলতে পারে৷ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলে খবর৷