সপ্তমী থেকে দশমী পুজোর আনন্দে ‘ভিলেন’ হবে বৃষ্টি, জানাচ্ছে হাওয়া অফিস

সপ্তমী থেকে দশমী পুজোর আনন্দে ‘ভিলেন’ হবে বৃষ্টি, জানাচ্ছে হাওয়া অফিস

কলকাতা: কোভিড কাঁটা সরিয়ে দু’বছর পর চেনা ছন্দে উৎসবের আমেজে বঙ্গবাসী৷ কেনাকাটা থেকে পুজো পরিক্রমা, সব কিছুর প্ল্যানিং কমপ্লিট৷ কিন্তু উৎসবের মরশুমে ভিলেন হয়ে আসতে চলেছে বৃষ্টি৷ 

আরও পড়ুন- রাতভর ইডি-র দফতরে পার্থের জামাই, চলল দফায় দফায় জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে। গরমে ঘেমে নেয়ে একাকার মানুষ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কালো মেঘে ঢাকতে পারে আকাশের মুখ।  মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে পঞ্চমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানাচ্ছে হাওয়া অফিস৷ 

বোধনের আগে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থালেও ষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা দেখা দিয়েছে৷ যার প্রভাবে সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ বৃষ্টির জেরে মাটি হতে পারে পুজোর আনন্দ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গল ও বুধবার দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও। পুজোর মধ্যেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে৷ নবমী থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরের জেলাগুলিতে৷