Aajbikel

সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণ থেকে উত্তর, ভাসতে পারে সব

 | 
rain

কলকাতা: ঘূর্ণিঝড় 'মোকা' বাংলায় কোনও প্রভাবই ফেলেনি। বাংলাদেশ এবং মায়ানমার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে 'মোকা'র জন্য বঙ্গে গুমোট আবহাওয়ার সৃষ্টি হয়েছিল। বৃষ্টি এসেও যেন আসছিল না। কিন্তু এবার জানা গেল, চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। জানান হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সব জায়গায় ঝড়ো হাওয়া বইবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে তাপমাত্রার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও গরমের প্রভাব অধিকাংশ জায়গাতেই থাকবে এবং কিছু কিছু জেলায় এই সময়ের মধ্যেই তাপপ্রবাহ হবে বলে পূর্বাভাস। তার মধ্যে আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। 

বিগত কয়েক সপ্তাহ ধরেই গরমের প্রভাবে নাজেহাল অবস্থা হয়েছে বাংলায়। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, এমনকি কোনও কোনও জায়গায় ৪২ বা ৪৩ ডিগ্রিও হয়েছে। সব মিলিয়ে বাংলার মানুষ একজোট হয়ে যেন বর্ষণ চেয়ে আসছে শেষ কয়েক দিন ধরেই। এবার তারই পূর্বাভাস মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে। আসলে বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর জেরেই চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

Around The Web

Trending News

You May like