rain forecast
কলকাতা: মাঘের শেষ দেখার আগেই পাততাড়ি গোছাতে শুরু করেছে শীত৷ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের দফরফা৷ পূবালী হাওয়ায় থমকে গিয়েছে উত্তর-পশ্চিমের শীতল বাতাস। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই রাতের তাপমাত্রা একলাফে প্রায় ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। দোসর হয়ে দেখা দিয়েছে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্প। উধাও হয়েছে শীত। এরই মাঝে আসছে বৃষ্টি৷ বুধবার থেকেই ভিজতে শুরু করবে দক্ষিণবঙ্গের দেলাগুলি৷ উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ মঙ্গলবার বৃষ্টির হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বিকেলের পর বা রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। বুধবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ শুক্রবার ঝাড়খণ্ড লাগোয়া দু’একটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
পাহাড়ে কনকনে ঠান্ডা থাকলেও দক্ষিণে চড়ছে পারদ৷ কলকাতায় রাতের তাপমাত্রা ১৩.৬ থেকে বেড়ে ১৬ ডিগ্রিতে পৌঁছেছে৷ দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।