Aajbikel

আজ দিনভর বৃষ্টিতে ভাসবে বাংলা? কোন কোন জেলায় সতর্কতা? কবে বদলাবে আবহাওয়া?

 | 
বৃষ্টি

কলকাতা:  ল্যান্ডফলের আগে থেকেই শুরু হয়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম-এর তাণ্ডব৷ প্রবল বৃষ্টি ও হাওয়ার ঝাপটায় চেন্নাই-কে লন্ডভন্ড করে মঙ্গলবার দুপুরে আছড়ে পড়ে অন্ধ্র উপকূলে৷ স্থলভাগে ঢুকে পড়ার পর অবশ্য শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় মিগজাউম৷ কিন্তু তার প্রভাব এখনও কাটেনি৷ এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা বাংলায় শুরু হয়েছে অকাল বর্ষণ৷ 

মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে বর্তমানে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। যার প্রভাব পড়েছে বাংলার আকাশেও৷ বুধবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাবল্য৷ বৃহস্পতিবার সকালে উঠেও দেখা গেল মুখ ভার আকাশের৷ ঝরছে বৃষ্টি৷ কলকাতা ও সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টি যেন নাছোড়৷ হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ আজ ও আগামীকাল বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়৷ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায়৷ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতাতেও। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইবে দমকা হাওয়া৷ তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। 

এদিকে বৃষ্টির ধাক্কায় শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে৷ এর পরেও এটি স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি৷ তবে বেড়েছে রাতের তাপমাত্রা৷ আবহবিদরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলাই থাকবে। কিন্তু, কবে থামবে এই দুর্যোগ? বৃহস্পতিবার বেলায় আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷  


 এদিকে, শীতের পথে কার্যত ভিলেন ঘূর্ণিঝড় মিগজাউম৷ শুরুতেই ভেস্তে গিয়েছে শীতের আমেজ। তবে শুক্রবারের পর রাজ্যে খুলে যাবে উত্তুরে হাওয়ার পথ৷ শনিবার থেকে নামতে শুরু করবে তাপমাত্রা।  হাওয়া অফিস জানিয়েছে, ৮ তারিখ শুক্রবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে৷ আর তারপরই ঘটবে পারদ পতন৷ ১০ তারিখ থেকেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে৷ 

তবে অঘ্রাণের অকাল বৃষ্টিতে ব্যহত কৃষিকাজ৷ জেলায় জেলায় বৃষ্টির জন্য পাকা ধানের যেমন ক্ষতি হচ্ছে তেমনই মাটি ভিজে যাওয়ায় পিছিয়ে যাবে আলু চাষ। যার ফলে ফলন কম হওয়ারও সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, শীতের সবজি-ফুলচাষেও বড়সড় ক্ষতি হতে পারে। মিগজাউমের দাপটে মূল্যবৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অচিরেই দামি হতে পারে চাল-আলু-সবজি।
 

Around The Web

Trending News

You May like