সোমবার পর্যন্ত কার্যত নাগাড়ে বৃষ্টি, কারণ ব্যাখ্যা হাওয়া অফিসের

সোমবার পর্যন্ত কার্যত নাগাড়ে বৃষ্টি, কারণ ব্যাখ্যা হাওয়া অফিসের

3690e1bfb39ca8ba40c4ea39e7de09ae

কলকাতা: বিগত কয়েক দিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। সেই বৃষ্টিতে আপাতত বিরাম নেই বলেই স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামী কয়েক দিন টানা বৃষ্টি চলতে পারে বঙ্গে। শুক্রবার শহর এবং উপকুলবর্তী জেলায় সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে। শনিবারও একই দৃশ্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েকটি জায়গায় তো ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে ইঙ্গিত মিলেছে। গত দু’দিনে রাতের দিকে ভালই বৃষ্টি হয়েছে, এমনকি ভোর পর্যন্ত টানা বৃষ্টি দেখা গিয়েছে। তাতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমেছে। এতেই একটু স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। কিন্তু এর সঙ্গে পুজোর বাজার এবং আসন্ন দুর্গাপুজো নিয়েও চিন্তা। অনেকেই ভাবছেন, ওই সময়ে বৃষ্টি হতে পারে। যদিও এখনই তা স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে আমজনতার এটাও প্রশ্ন, এখনই এত বৃষ্টি কেন হচ্ছে। তার উত্তর অবশ্য দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তবে সেই নিম্নচাপ কেটে গিয়েছে। তবে বঙ্গোপসাগরের ওপর একটি মৌসুমি অক্ষরেখা এখন বিস্তৃত, যেটি দিঘার ওপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। ফলে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এই কারণেই নাগাড়ে বর্ষণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *