কলকাতা: বিগত কয়েক দিন ধরে প্রায় লাগাতার বৃষ্টি হচ্ছে শহর তথা রাজ্যে। বিভিন্ন এলাকায় জলে জমে গিয়েছে, নিকাশি থেকে শুরু করে সাধারণ জীবনযাপনে সমস্যা হচ্ছে। বহু মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে, সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তবে আরও খারাপ খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত। যার জেরে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন।
আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা আরব সাগর থেকে মধ্যপ্রদেশের পর্যন্ত বিস্তৃত । যার জেরে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ অন্যান্য জেলাগুলিতে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, নতুন একটি ঘূর্ণাবর্তটির জেরে গাঙ্গেয় বঙ্গ এবং ওড়িশায় বৃষ্টিপাত হবে। মোটামুটি ৪৮ থেকে ৭২ ঘণ্টা বৃষ্টি চলবে। সুতরাং শহর কলকাতা যে আবার জলে ভাসছে তাতে কোন সন্দেহ নেই। আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে কমপক্ষে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। সেই পূর্বাভাসই সত্যি হওয়ার পথে।
আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?
উল্লেখ্য, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪০.৯ মিলিমিটার। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই খারাপ অবস্থা। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ফলে আরও বৃষ্টি হলে যে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে তাতে কোনও সন্দেহ নেই। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে তোপ দেগেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, রাজ্যে নাকি কোনও সরকার নেই, তাই এই পরিস্থিতি।