আগামী সপ্তাহ থেকেই কি বৃষ্টি দক্ষিণবঙ্গে? আভাস মিলল

আগামী সপ্তাহ থেকেই কি বৃষ্টি দক্ষিণবঙ্গে? আভাস মিলল

কলকাতা: গরম বেড়েই চলেছে। তাপমাত্রা এখনও ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে বিরাজমান। এই অবস্থায় দাঁড়িয়ে আবহাওয়া দফতর একাধিক বৃষ্টি নিয়ে তথ্য দিলেও খুশি হতে পারছে না বাংলার মানুষ। কারণ তীব্র গরম ছাপিয়ে বৃষ্টির সেইভাবে দেখা মিলছে না। কিন্তু সম্প্রতি হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে স্বস্তি মিলবে। জানান হয়েছে, আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও তার আগে পর্যন্ত প্যাচপ্যাচে গরম থাকবেই, তাপপ্রবাহের পরিস্থিতিও একই রকম থাকবে। 

হাওয়া মহলের ইঙ্গিত, রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে বাংলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও থাকতে চলেছে আগের মতো। তবে সোমবার থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। সেই সময় থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। শুধু দক্ষিণবঙ্গ নিয়ে অনেক প্রশ্ন সাধারণ বঙ্গবাসীর মনে আছে। সেই প্রশ্নের উত্তরই আপাতত দিল আবহাওয়া দফতর। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এমন আবহাওয়া কেন? আবহবিদদের মতে, উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের জলীয় বাষ্পও এর অন্যতম কারণ।