মেঘলা আকাশ বিরাজ করবে আজও, মিলছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

মেঘলা আকাশ বিরাজ করবে আজও, মিলছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Cloudy Skies

কলকাতা: শেষ কয়েক দিনে নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে। দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ বিরাজ করেছে। শনিবার এবং রবিবারও যে পরিস্থিতি খুব একটা বদলাবে না তার আভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। বলা হয়েছে, আগামী ২ দিন কলকাতা এবং শহর লাগোয়া কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বর্ষণ শুরু হয়েছে। সারাদিন ধরে লাগাতার বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টিপাত হবে। তাই জল জমার আশঙ্কাও রয়েছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি নামতে পারে ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া সহ দিঘা, মন্দারমণিতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মাটি ভিজবে বৃষ্টির জলে। শহরের অবস্থাও কার্যত একই রকম থাকবে। কলকাতা, বিধাননগর, দমদমের মতো এলাকায় রাস্তায় জল জমতে পারে। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায় কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 

অন্যদিকে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী দু’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =