কালীপুজোতেও কি বৃষ্টি? পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে

কালীপুজোতেও কি বৃষ্টি? পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে

কলকাতা: দুর্গাপুজোতে বৃষ্টির পূর্বাভাস ছিল এবং তা মিলেছে। কিন্তু আলোর উৎসব কালীপুজোতেও কি বৃষ্টি হবে? এই প্রশ্ন এখন সকলের মনে। তবে উত্তরটাও যে মোটামুটি সকলেই আন্দাজ করতে পেরেছে তাও নিশ্চিতভাবে বলা যায়। কারণ, হাওয়া অফিস আগেই জানিয়েছে যে, আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় আসার কথা। এতএব বৃষ্টি যে হচ্ছে তা কার্যত স্পষ্ট। ঘূর্ণিঝড় ছাড়াও নিম্নচাপের ভ্রূকুটি আছে। ইতিমধ্যেই বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ।

আরও পড়ুন- বঙ্গের কোভিড গ্রাফ ফের উঠল, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে

দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এটা যদি হয় তাহলে কালীপুজোতে বৃষ্টি হওয়ারই প্রবল সম্ভাবনা। কারণ আপাতত বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা রাজ্যে নেই। কিন্তু এটাও জানা গিয়েছে যে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। গরম অনুভূত হবে কিছুটা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবহাওয়ার বদল ঘটবে।

দু’দিন আগেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রত্যেক জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছিল এবং তা কার্যত হচ্ছেই। বৃষ্টি থেকে নিস্তার পাবে না কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাও, এই কথাও বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *