কলকাতা: এই সংবাদটার জন্য বঙ্গবাসী একদম তৈরি ছিল না। চাপা একটা আশঙ্কা ছিল ঠিকই কিন্তু আশা করা হচ্ছিল যে সেটা মিথ্যেই হবে। কিন্তু আবহাওয়া দফতর যা খবর শোনাল তাতে বাঙালির কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে, পুজোয় এবার ভাসাতে পারে বৃষ্টি। যেদিন মায়ের বোধন অর্থাৎ ষষ্ঠীতেই নাকি তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! সপ্তমী থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই রাজ্যে। শেষ দু’বছর করোনার জন্য সেভাবে পুজোয় আনন্দ করা হয়নি বাঙালির। আর এবার বৃষ্টির ভ্রূকুটি।
আরও পড়ুন- হেফাজতে পেল না সিবিআই, আর্জি খারিজ করে সুবীরেশকে জেলে পাঠাল আদালত
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ উপকূলবর্তী জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ‘অসুর’ বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না উত্তরবঙ্গও। দক্ষিণের মতো সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হয়েছে। আসলে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
সোমবার সাংবাদিক বৈঠক করে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় কর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, মঙ্গলবার থেকে ১ অক্টোবর পর্যন্ত কোথাও ভারি বৃষ্টির সতর্কতা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকুলের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই কদিনই দুর্গাপুজোর সপ্তমী থেকে দশমী। আরও বলা হয়েছে, নবমী এবং দশমীর দিন উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। এক কথায় বলা যায়, পুজোর আর কয়েকদিন বাকি থাকতে চরম দুঃসংবাদ দিল হাওয়া অফিস।