Aajbikel

চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি লেগে থাকবে, গরমে প্রভাব পড়বে কি

 | 
বৃষ্টি

কলকাতা: রবিবার দুপুরের পর থেকেই বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিস থেকে। সেই অনুযায়ী, গতকাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হওয়া যেমন বয়েছে, রাতের দিকে বৃষ্টিও হয়েছে। এবার আবহাওয়া দফতর জানাল, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। 

আরও পড়ুন- মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদের সাক্ষাৎ, পঞ্চায়েতের আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ?

জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানান হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের বার্তা, পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি নিম্নচাপ অক্ষরেখাও অবস্থান করছে। তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এই কারণেই এই আবহাওয়ার বদল।

তবে এও ইঙ্গিত মিলেছে যে, ৮ মার্চের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। আর তখন থেকেই ধাপে ধাপে বাড়বে গরমের প্রভাব। অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে রবিবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতেই পাহাড়ে লাগাতার কয়েকদিন ধরে এই রকমই বৃষ্টি চলছে। তাছাড়া আংশিক কিছু জায়গায় বরফপাতও দেখা দিয়েছে।  

Around The Web

Trending News

You May like