Aajbikel

শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টি, এটাও কি 'মোকা' এফেক্ট

 | 
বৃষ্টি

কলকাতা: বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা দুর্যোগ নিয়ে এখনও কিছু রহস্য বহাল। মঙ্গলবার থেকেই তার শক্তি আরও বাড়তে পারে এবং বুধবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু ঠিক কোন উপকূলে তা আছড়ে পড়বে তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার থেকে রাজ্যে শুরু হবে বৃষ্টি। কলকাতা সহ উপকূলবর্তী ৪ জেলায় বর্ষণের আভাস দেওয়া হয়েছে। তাহলে কি ঘূর্ণিঝড় 'মোকা'র প্রভাবেই এই বৃষ্টিপাত, বাড়ছে জল্পনা। 

দিল্লির মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিক হয়ে মায়ানমারের দিকে এগিয়ে যেতে পারে৷ যদিও নিম্নচাপের জেরে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ তবে রাজ্যে বৃষ্টির জন্য এই ঘূর্ণিঝড় দায়ী তা আপাতত বলছে না আবহাওয়া দফতর। তাদের বক্তব্য, ঘূর্ণিঝড় যেহেতু এখনও তৈরিই হয়নি, তাই তার শক্তি এবং গতিপথ নিয়ে মোক্ষম জবাব এখন নেই। কিন্তু এটুকু জানান হয়েছে, শুক্রবার বৃষ্টি শুরু হলে তা টানা তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত চলবে। 

এমনিতেই এখন তাপপ্রবাহের পরিস্থিতি বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় তাপ বাড়বে বলে জানান হয়েছে। বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে রাজ্যে দখিনাবাতাস প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। উলটে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম এবং শুষ্ক বাতাস ঢুকছে রাজ্যে। সেই কারণেই আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

Around The Web

Trending News

You May like