rain
কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হবে তা মোটামুটি পাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিন শীতের আমেজ মাটি হতে পারে বঙ্গে। রাতের দিকে তাপমাত্রা বাড়বে এবং বাকি সারাদিন আংশিক মেঘলা থাকবে আকাশ। আপাতত জানা গিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাসও মিলেছে। আসলে শীতের পথে বাধা হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝাই। এর কারণেই আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রার খুব একটা পতন দেখা যাবে না। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার আকাশও মোটের ওপর মেঘলা থাকবে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপ ঘনীভূত হবে। মনে করা হচ্ছে, এর অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এই গভীর নিম্নচাপ ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরতে সরতে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই ধাক্কা খাবে শীত।