তৈরি হচ্ছে নিম্নচাপ, ভ্যাপসা গরম কেটে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। গরমে পুড়তে থাকা বঙ্গবাসীকে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। জানানো হয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন। যদিও শুক্রবার থেকে উত্তরে বৃষ্টি কম হওয়ার কথা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বুধবার। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর তার অভিমুখ থাকবে ওড়িশার দিকে। এতএব, বাংলার উপকুলবর্তী জেলায় নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি কমবে বলেও আভাস দিয়েছে হাওয়া অফিস।
শেষ কয়েক দিনে আবারও ভ্যাপসা গরম কাবু করে ফেলেছে বাংলাকে। দিনের শুরু হচ্ছে তীব্র গরম দিয়ে এবং মাঝে আকাশ মেঘলা হলেও তেমন কোনও লাভ হচ্ছে না। মাঝে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা পারদ ওপরের দিকেই থাকছে। তাই এখন যে ইঙ্গিত আবহাওয়া দফতর থেকে মিলছে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলার মানুষ।