বৃষ্টি বজায় থাকবে রাজ্যে, তাপমাত্রা নামতে পারে কিছুটা

বৃষ্টি বজায় থাকবে রাজ্যে, তাপমাত্রা নামতে পারে কিছুটা

82ee91b5e86bba72f1dc6d4919c8a5c8

কলকাতা: জেলায় জেলায় বৃষ্টি শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাংলায়। আবহাওয়া দফতরের যে পূর্বাভাস ছিল তা মিলেছে। তবে এটা জানান হয়েছিল যে, এখনই ভারী বৃষ্টির মুখ দেখবে না বঙ্গবাসী। তবে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলেও জানান হয়েছে। 

দেশজুড়েও বর্ষা ঢুকে গিয়েছে চলতি সপ্তাহে। উত্তর প্রদেশ থেকে শুরু করে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু-কাশ্মীর সহ গুজরাট, রাজস্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই প্রবেশ করেছে। এদিকে আজই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার কথা। তা হলে বৃষ্টি যে পুরোপুরিই শুরু হবে তা আলাদা করে বলতে হয় না। দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও এর ভালোই প্রভাব পড়বে। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শনিবারের পর রবিবারেও আকাশের মুখ ভার এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা দেরিতে ঢুকেছে এবং আপাতত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি না হওয়ায় তা পূর্ণ মাত্রায় সক্রিয় হয়নি। সেই কারণেই এখনই ভারী বর্ষণের দেখা মিলবে না বাংলায়। হাওয়া অফিস এও জানিয়েছে, চলতি বছর বৃষ্টির প্রচুর ঘাটতি থাকবে। যদিও এখন যা বৃষ্টি হবে তার জন্য তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। এর ফলে যে তীব্র গরমের জ্বালায় জ্বলছিল মানুষ তা থেকে তারা মুক্তি পাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *